Friday , June 9 2023

নন্দীগ্রামে মেয়ে মীনাক্ষীর লড়াই ভুলে ‘কমরেড’ ঐশীর প্রচারে সাগরবাবু

রাজনীতিক আদর্শে কন্যা মীনাক্ষী হলেন ‘কমরেড’। মেয়ে লড়াই করছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। ভোটের দিন মেয়ের কথা দূরে রেখে কন্যাসমা অপর ‘কমরেড’ ঐশীর জন্য নেমে পড়েছেন সাগর মুখার্জি।

দেশের সবথেকে আলোচিত বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের মীনাক্ষী মুখার্জির লড়াই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে। এমনই উত্তেজনার মাঝে অবিচল মীনাক্ষীর পিতা সাগর মুখার্জি।

দলের নির্দেশে কন্যাসমা প্রার্থী দেশজুড়ে আলোচিত ছাত্র রাজনীতির নেত্রী ঐশী ঘোষের হয়ে প্রচারে নেমেছেন মীনাক্ষীর পিতা। সিপিআইএমের শক্তিশালী ঘাঁটি পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থেকে প্রতিদ্বন্দ্ব্বিতা করছেন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ সভানেত্রী ঐশী ঘোষ।

বৃহস্পতিবার যখন নন্দীগ্রাম চষে সমস্ত বুথে পোলিং এজেন্ট বসিয়ে চমক দিয়েছেন মীনাক্ষী মুখার্জি। তখন ঐশী ঘোষের হয়ে আসানসোলে মনোনয়ন জমা দেওয়ার পর্বে দেখা গেল সাগর মু়খার্জিকে। তিনি ছায়ার মতো ঐশীর সঙ্গে ছিলেন। কুলটির বাসিন্দা সাগর মুখার্জি ঐশীর মনোনয়ন জমা দেওয়ার বিভিন্ন বিষয় দেখভাল করেছেন।

জামুড়িয়া বিধানসভাটি গত ৪৫ বছর ধরে সিপিআইএমের দখলে। বাম সরকারের পতনের পরেও এই কেন্দ্র বামেদের কব্জায়। ঐশীর কাঁধে সেই জয় ধরে রাখার দায়িত্ব বর্তেছে। বিদায়ী বিধায়ক জাহানারা খান সবসময় রয়েছেন ঐশীর পাশে।

অন্যদিকে নন্দীগ্রামের ভোট পরিস্থিতি ধুন্ধুমার। বিভিন্ন বুথে টিএমসি ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছে। খোদ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি একশ বুথে এজেন্ট দিতে পারেনি। তাদের অভিযোগ, হামলা হচ্ছে। এরমাঝে নন্দীগ্রাম ঘুরে সমস্ত বুথ দেখছেন মীনাক্ষী মুখার্জি। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনির ভূমিকা ঠিক নয়।

মেয়ের জন্য চিন্তা দূরে রেখে আসানসোলে ‘কমরেড’ ঐশীর জন্য এসেছেন সাগরবাবু। জামুড়িয়া থেকে ঐশীর জয়ের বিষয়ে জেলা সিপিআইএম আশাবাদী। ঐশী ঘোষের দিকে নজর গোটা দেশের। কারণ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তিনি আক্রান্ত হন। মাখায় চোট নিয়ে আন্দোলন চালান। দেশজুড়ে প্রবল সমর্থন আসে। বিরোধী সংঘ পরিবারের ছাত্র সংগঠন বারবার ঐশীর বিরুদ্ধে সোচ্চার হয়।

সেই ঐশী কে প্রার্থী করে চমক দিয়েছে বামফ্রন্ট তথা সংযুক্ত মোর্চার সিপিআইএম। দুর্গাপুরের বাসিন্দা ঐশী জামুড়িয়ায় প্রচার চালাচ্ছেন। তিনি এই কেন্দ্রে সিপিআইএমের জয়ের ধারা বজায় রাখলে আরও একটি নজির হবে-দেশে একটানা পঞ্চাশ বছর কোনও বিধানসভায় বামেদের দখলে থাকবে। জামুড়িয়ায় ১৯৭৭ সাল থেকে জয়ী হয়ে আসছে সিপিআইএম।

About M

Check Also

বাড়িতে কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ || বাড়িতে গণেশ মূর্তি রাখা আসল রহস্য জেনে নিন

প্রতিটি মানুষের কাছে তার বাড়ি হয় তার কাছে সবচেয়ে প্রিয় যায়গা । প্রত্যেকেই তার বাড়িকে …