Saturday , June 10 2023

সৃজিত মুখার্জির হাত ধরে পর্দায় ফিরছেন স্বয়ং উত্তম কুমার!

অতি উত্তম’ সংবাদ দিলেন পরিচালক সৃজিত মুখার্জি। তাঁর পরবর্তী ছবির নাম এটাই। এখানে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করবেন তিনি নিজেই। ভাবুন তো বড়পর্দায় আবার এভারগ্রিন উত্তম কুমার!

পরিচালক সৃজিত মুখার্জির এখন কেরিয়ারের ক্লাউড নাইনে। সবে তাঁর ছবি ‘গুমনামী’-র জন্য বাংলার ঘরে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপরেই জাতীয় পুরস্কার জয়ী পরিচালক শুটিং করবেন তাঁর পরবর্তী ছবি ‘অতি উত্তম’-এর । নতুন ছবির ঘোষণা সেরে ফেললেন পরিচালক। মহানায়কের চরিত্রে তিনি নিজেই থাকছেন।

মহানায়ক অভিনীত মোট ৭৭ টি ছবির মধ্যে থেকে ৫৪টি ছবির ফুটেজ নিয়ে ভিএফএক্সের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে তাঁকে। অর্থাৎ রোটোস্কোপির মাধ্যমেই এই কাজ সম্ভব হবে। মহানায়কের হাঁটাচলা, কথা বলা, নানা ধরনের অভিব্যক্তি এ ভাবেই ফের ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন পরিচালক।
ছবিতে দর্শকের সঙ্গে বেশ কিছু নতুন মুখের পরিচয় করাবেন সৃজিত। এই ছবিতে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য এবং জিনা তরফদার রয়েছেন সেই তালিকায়। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়। এই ছবিতে নিজের নামেই তিনি থাকবেন। এ ছাড়াও থাকবেন লাবণী সরকার এবং শুভাশিস মুখোপাধ্যায়।

ছবিতে অনিন্দ্য প্রেমে পড়ে নিজের এক বন্ধুর দ্বারস্থ হয়। সেই বন্ধু অর্থাৎ গৌরব তখন উত্তম কুমারের স্মরণাপন্ন হয়। কীভাবে ? প্ল্যানচেটের মাধ্যমে উত্তম কুমার লাভ গুরুর ভূমিকায় আসবেন। কারণ উত্তমই তো বাঙালির ‘কিং অব রোম্যান্স’।

টানা ৩ বছর ধরে ছবির চিত্রনাট্য লিখেছেন সৃজিত। তার সঙ্গেই রয়েছে উত্তম কুমারের ছবি নিয়ে নানা গবেষণা। পরিচালকের প্রথম ছবি ‘অটোগ্রাফের ১০ বছর পূর্তিতে এই ছবি মহানায়কের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য। সংবাদমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, অটোগ্রাফ যেমন সত্যজিৎ রায় এবং উত্তমবাবুর প্রতি ট্রিবিউট ছিল, তেমনই উত্তম কুমারের একনিষ্ঠ ভক্ত হিসেবে তাঁকে এই ছবির মাধ্যমে ফের ট্রিবিউট দিচ্ছেন তিনি।

প্রসঙ্গত থ্রিলার থেকে বেরিয়ে এই প্রথম ‘রোম্যান্টিক কমেডি’ তৈরি করেছেন সৃজিত। পরিচালক জানালেন, মানুষ করোনার জন্য ভীত, সন্ত্রস্ত। তাই তিনি এমন একটা গল্প বলতে চেয়েছেন যা মানুষকে অনুপ্রাণিত করবে হলে ফেরার জন্য।

About M

Check Also

জায়েদ খানের গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় ক্যারিয়ার গেছে যেসব নায়িকার

টানা ৪ বছর ধরে চল’চ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পা’দক হিসেবে দায়িত্ব পালন করা জায়েদ খানের …