দলীয় কর্মীদের ভরসা দিতে বৃহস্পতিবার নন্দীগ্রামের থাকছেন তৃণমূল সুপ্রিমো তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে তাঁর ভাড়া করা বাড়ি থেকেই নির্বাচনের ওপর নজরদারি করছেন। তিনি বৃহস্পতিবার নন্দীগ্রামে সেই বাড়িতেই কন্ট্রোল রুম করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ওপর নজর রাখবেন সারাদিন। তবে আজ বিকেল সাড়ে চারটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। তিনি সেই সফর বাতিল করেছেন। পাশাপাশি তিনি ঠিক করেছেন, নন্দীগ্রামে বৃহস্পতিবার রাতে তিনি থাকবেন। কারণ একটাই, দলের কর্মীদের মনোবল বৃদ্ধি করা। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে শান্তিপূর্ণভাবে নন্দীগ্রামে নির্বাচন পরিচালনার আবেদন জানিয়েছেন।
বুধবার রাত থেকেই নন্দীগ্রামের সোনাচূড়া, দাদপুর সহ বিভিন্ন জায়গায় বোমাবাজি, হামলা হয়েছে। বৃহস্পতিবার সকালেই নন্দীগ্রামের ১৪ নম্বর বুথে , বয়ালের ২ নম্বর বুথে, নন্দীগ্রামের ২৪৮, ১০৫, বিরুলিয়ার ১৩০ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে তৃণমূল বুথ জ্যাম করার অভিযোগ করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনের দিন নন্দীগ্রামে থাকার কথা আগে থেকেই তিনি জানিয়ে ছিলেন। কিন্তু গতকাল সেই সূচি বদল হয়েছিল। কথা ছিল তিনি উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে যাবেন। কিন্তু বুধবার রাত থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় পরিস্থিতি সংঘর্ষপূর্ণ হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, কেশপুরের দাদপুরে খুন হন তৃণমূলের কর্মী উত্তম দোলুই। বৃহস্পতিবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সিদ্ধান্ত বদল করে নন্দীগ্রামে বৃহস্পতিবার থেকে যাওয়ার কথা ঘোষণা করেন।
এদিকে নন্দীগ্রামের ওসি আইপিএস নগেন্দ্র ত্রিপাঠি বৃহস্পতিবার সাড়ে ১০টা নাগাদ নন্দীগ্রামের বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে দেখছেন। তিনি জানিয়েছেন, নন্দীগ্রামের পরিস্থিতি স্বাভাবিক আছে।
কিন্তু তৃণমূলের তরফে আশংকা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় সংঘর্ষ বাড়তে পারে। কেননা তৃণমূলের অভিযযোগ, সকালে ভোট দেওয়ার পর থেকেই নন্দীগ্রামের বিঅভিন্ন এলাকায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ঘুরছেন। এর ফলেই বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বুথ দখলের অভিযোগ জানানো হয়েছে।