Thursday , June 8 2023

“২ মে-র পর শুধুই ছবি আঁকতে হবে মুখ্যমন্ত্রীকে”, মমতাকে আ’ক্রমণ দিলীপের

ধরনাস্থলে বসে ছবি এঁকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরেই চায় পে চর্চা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

বুধবার সকাল বর্ধমানের নীলপুরে চায় পে চর্চা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “২ মের পর শুধুই ছবি আঁকতে হবে মুখ্যমন্ত্রীকে। আর কোনও কাজ থাকবে না। তাই উনি অভ্যেস করুন।”

রশিকপুরে মঙ্গলবার দিলীপ ঘোষের ব়্যালিতে হামলা হয়। সে বিষয়ে তী’ব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “বিভিন্ন জায়গাতেই গ’ন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে গু’ন্ডারা।

কিন্তু ভ’য় দেখিয়ে এবার আর ভোটারদের প্রভাবিত করা যাবে না। আমরা কারও দলীয় কার্যালয়ে হামলা করি না।” এমনকি মঙ্গলবারের ঘটনা নিয়ে তৃণমূলকে দোষ দিলেন তিনি।

এদিন তিনি বলেন, “কালকে ওরা হামলার চেষ্টা করেছিল। আমাদের ছেলেরা আটকেছে। তারপর সাধারণ মানুষ যা করার করেছে।” তাঁর হুঁ’শিয়ারি, “শুধু বর্ধমান কেন রাজ্যের কোথাওই এই গু’ন্ডামির রাজনীতি আমরা চলতে দেব না।

জঙ্গলমহলে দিদিমণির দোকান ব’ন্ধ হয়েছে, এবার বর্ধমানের দোকানটা বন্ধ করে দেব। বিরোধী হিসেবে দু একটা সিট ছেড়ে দেব আমরা।”

এদিন অভিযোগ করে দিলীপ ঘোষ বলেন, “বীরভূম থেকে গু’ণ্ডারা এসে এখানে অত্যাচার করছে। বর্ধমানের মানুষ বহু অ’ত্যা’চার সহ্য করেছে।” শীতলকুচির ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিপাকে পড়েছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যে নির্বাচন কমিশন তাঁকে নো’টিশ পাঠিয়েছে।

এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “যারা শীতলকুচি করেছিল, তারা হেরে গিয়েছে। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোনও ভোটারকে কেউ আটকাতে পারবে না। ভোটদানে বাধা দিতে পারবে না। যদি কেউ মারপিট করতে যায় তবে তো তাকে তো ফল ভুগতেই হবে।”

তাঁর মতে, “কেউ যদি ভাবে তারা তাদের মতো ভোট করে নেবে, সেটা হবে না। কেন্দ্রীয় বাহিনী এলে যাদের অসুবিধা হয় তাদের একটু কষ্ট হচ্ছে।”

নির্বাচনে বিজেপির জয় নিয়ে আশাবাদী দিলীপ ঘোষ। তিনি বলেন, “সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন। যারা সেই পরিবর্তনে বাধা দিতে চাইছে তারাই আমাদের কর্মসূচিতে গোল’মাল করছে।”

About Admin

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …