দেশ জুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ। বেশ কিছু রাজ্যে পরিস্থিতি উদ্বেগজনক। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৯ এপ্রিল, সোমবার থেকে ১৫ দিনের জন্য লকডাউনের ঘোষণা করল রাজস্থান সরকার। অর্থাৎ আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলবে মরু রাজ্যে।
রাজস্থান সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোর ৫টা থেকে ৩ মে ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে।
সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে অশোক গহলৌত সরকার। লকডাউন চলাকালীন ৩ মে পর্যন্ত রাজস্থানের সব অফিস ও বাজার বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।