Saturday , June 10 2023

মমতার অনুরোধে সায় মোদী সরকারের, এবার সরাসরি টিকা কিনতে পারবে রাজ্যগুলি

রাজ্যকে সরাসরি করোনাভাইরাস টিকা কিনতে দেওয়ার জন্য একাধিকবার আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে সেই পথে হাঁটেনি কেন্দ্র। কিন্তু সংক্রণের বাড়বাড়ন্তের মধ্যে রাজ্যগুলিকে সরাসরি টিকা কেনার অনুমতি দিল নরেন্দ্র মোদী সরকার।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়। সেই বৈঠকে মোদী দাবি করেন, ন্যূনতম সময় যাতে সর্বাধিক ভারতীয় করোনা টিকা পান, সেজন্য গত এক বছর ধরে কঠোর পরিশ্রম করছে সরকার। সঙ্গে তিনি দাবি করেন, রেকর্ড গতিতে টিকাকরণ চালাচ্ছে ভারত। আগামিদিনে সেই টিকাকরণের গতি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা খোলাবাজারেও বিক্রি করতে পারবে ভ্যাকসিন। সোমবার এই নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র।কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার থেকে সরাসরি ভ্যাকসিন কিনতে পারবে রাজ্য সরকার। প্রস্তুতকারক সংস্থা উৎপাদনের ৫০ শতাংশ খোলাবাজারে ও রাজ্যকে বিক্রি করতে পারবে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন।বৈঠকে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।কীভাবে এই ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছে যায়, সেবিষয়ে আলোচনা হয় বৈঠকে।এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান,‘‌গত এক বছরেরও বেশি সময় ধরে সরকার অক্লান্ত পরিশ্রম করেছে যাতে কম সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়।

তবে এবারে কীভাবে এই ভ্যাকসিনকে কেনা হবে, দাম কত হবে, কীভাবে এই ভ্যাকসিনকে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে তা নতুন করে সরকার ভাবছে।সাধারণ মানুষের কাছে যাতে ভ্যাকসিন আরো সহজলভ্য হয়ে ওঠে, সরকার সেই পরিকল্পনাও নিয়েছে।’‌ এদিন সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে খোলা বাজারেও পাওয়া যাবে এই ভ্যাকসিন।শুধু তাই নয়, আগামী ১ মে–এর পর থেকে ১৮ বছরের বেশি বয়সিদেরও ভ্যাকসিন দেওয়া হবে।

About Admin

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …