ক’রো’না ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তাঁকে দিল্লির এইমসে ট্রমা কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে। তাঁর বয়স হয়েছে ৮৮ বছর। বিষয়টির সঙ্গে অবহিত এক ব্যক্তি ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, একদল বিশেষজ্ঞ চিকিৎসক কংগ্রেস নেতার পর্যবেক্ষণ করছেন। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে।
উল্লেখ্য, সোমবার ভারতে ২৭৩,৮১০ জন ক’রো’না আক্রান্তের হদিশ মিলেছে। ভারতে ক’রো’না মহামারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটাই সর্বাধিক দৈনিক সংক্রমণ। শুধু তাই নয়, টানা পাঁচদিন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’লাখের গণ্ডি পেরিয়েছে। সেইসঙ্গে রোজ রেকর্ড সংখ্যক মানুষ ক’রো’না’র কবলে পড়েছেন। গত ২৪ ঘণ্টায় ক’রো’নায় প্রাণ হারিয়েছেন ১,৬১৯ জন।
রবিবার তিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দেন। এই চিঠিতে ডঃ মনমোহন সিং ক’রো’না মোকাবিলায় প্রতিষেধক প্রদানের কাজকে আরও জোরদার করার ওপর জোর দিয়েছেন৷ তিনি চিঠিতে লেখেন, মোট কতজনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ জনসাধারণের কত শতাংশকে এর আওতায় আনা হয়েছে৷
এরকম এক পরিস্থিতিতে ভ্যাকসিন উৎপাদকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে, কেন্দ্রকে আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে কেন্দ্রীয় সরকারকে ক’রো’না সংক্রান্ত উপদেশ দেওয়ার প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, কেন্দ্রকে উপদেশ না দিয়ে তাঁর দলের নেতাদের উপদেশ দিন।