Saturday , June 10 2023

বিশ্বের ক্ষুদ্রতম রাম মূর্তি তৈরি করে তাক লাগালেন ওড়িশার এই শিল্পী

গতকাল রামনবমী উপলক্ষে রামভক্তদের কার্যত চমকে দিলেন ওড়িশার এক শিল্পী। তিনি তৈরি করেছেন বিশ্বের ক্ষুদ্রতম রাম মূর্তি। তাঁর তৈরি কাঠের ছোট্ট মূর্তিটি সত্যিই তাক লাগিয়ে দেয়। ওড়িশা নিবাসী সত্যরঞ্জন মহারানা একজন ‘মিনিয়েচার আর্টিস্ট’ অর্থাৎ ক্ষুদ্র মূর্তি তৈরি করেন তিনি।

সংবাদ সংস্থাকে সত্যরঞ্জন জানিয়েছেন, মাত্র এক ঘণ্টায় তিনি তৈরি করে ফেলেছেন এই অসাধারণ মূর্তিটি। তাঁর কথায়, ‘‘এবছরের রাম নবমীতে আমি তৈরি করেছি ৪.১ সেন্টিমিটার দৈর্ঘ্যের রাম মূর্তি। এটিই বিশ্বের ক্ষুদ্রতম রাম মূর্তি।’’ মূর্তির যে ছবি দেখা যাচ্ছে তা থেকে স্পষ্ট নিঃসন্দেহে অত্যন্ত নিপুণ দক্ষতায় এটি তৈরি করেছেন তিনি। স্বল্প পরিসরে যে নিখুঁত কাজ তিনি করেছেন তা নিঃসন্দেহে চমকপ্রদ। রামের মুকুট, মালা, হাতে ধরা ধনুকে সূক্ষ্ণ কারুকাজ শিল্পীর দক্ষতাকেই প্রকাশ করছে।

ক’রো’না’র দ্বিতীয় ঢেউয়ে দেশে হু হু করে বাড়ছে মা’রণ ভাইরাসের সংক্রমণ। অতিমারীর সময় সকলকে ঘরে থাকার পরামর্শই দিচ্ছেন শিল্পী। তিনি জানিয়েছেন, ‘‘সকলকে অনুরোধ, আপনারা ঘরে থাকুন। মন্দিরে যাওয়ার দরকার নেই। ঘরে থাকুন আর ঘরে বসেই ভগবান রামের কাছে প্রার্থনা করুন যাতে তিনি কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউকে প্রতিহত করেন।’’

About Admin

Check Also

বাড়িতে কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ || বাড়িতে গণেশ মূর্তি রাখা আসল রহস্য জেনে নিন

প্রতিটি মানুষের কাছে তার বাড়ি হয় তার কাছে সবচেয়ে প্রিয় যায়গা । প্রত্যেকেই তার বাড়িকে …