Thursday , June 8 2023

‘আমার গায়ে শক্তি আছে, তাকে আমরা মেরে দিচ্ছি’, ক’রো’না প্রসঙ্গে দিলীপ ঘোষ

মাঠে ময়দানে যে মানুষটাকে বার বার দেখা যায় তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে, ক’রো’না আবহে তাঁকেই শুক্রবার দেখা গেল একটু অন্য মেজাজে। পুরাতন মালদার কালীতলা বাজারে এদিন বার বার ক’রো’না সম্পর্কে বাসিন্দাদের সচেতন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাজনৈতিক কথাবার্তা তো আছেই, তবে এদিন তিনি স্থানীয় বাসিন্দাদের বার বার করোনা সম্পর্কে নানাভাবে সতর্ক করেন। তিনি বলেন, ‘শরীরের ভেতরটা গরম। গরম গরম খেলে তাড়াতাড়ি হজম হয়। আপনি যদি ঠান্ডা খান তবে সেটাকে আবার গরম করে। শরীরের তাপ চলে যায়। শক্তি চলে যায়। গরম জলটা খেলে ভালো। যতটা তেষ্টা পাবে জল খান।’

বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য এদিন বেশ মন দিয়ে শোনেন শ্রোতারা। করোনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,’ যার শরীর দুর্বল তাকে ক’রো’না আক্রমণ করবে। চারদিকে ঘুরে বেড়াচ্ছে। নাক দিয়ে যাচ্ছে। মুখ দিয়ে যাচ্ছে। আমাকে অ্যা’টা’ক করতে পারছে না, কারণ আমার গায়ে সে শক্তি আছে। তাকে আমরা মেরে দিচ্ছি।’

ক’রো’না সচেতনতা নিয়ে এদিন রীতিমতো ক্লাস নেন বিজেপির রাজ্য সভাপতি। পাঁচন তৈরি করে খাওয়ার পরামর্শও তিনি দেন। তিনি বলেন, সকালে উঠে কাঁচা আদা, কাঁচা হলুদ, তুলসী পাতা খেয়ে নিন। কাপড় দিয়ে মাস্ক বানিয়ে নিন। পুরানো কাপড়, নতুন কাপড়।

বাচ্চারা অবশ্যই বাইরে বেরলে মাস্ক পরবে।’ তবে এদিন তাৎপর্যপূর্ণভাবে দিলীপ ঘোষের মুখে মাস্ক ছিল না। তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি সংকটের দিনে দিলীপ ঘোষের মুখে সচেনতনতার বার্তাকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দাদের অনেকেই।

About Admin

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …