ভোট–ষষ্ঠী মিটলেও খেলা হবে স্লোগান এখনও তাজা রাজ্য–রাজনীতিতে। এবার এই খেলায় বাঁশি বাজিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও বাংলায় দু’দফার নির্বাচন এখনও বাকি। কিন্তু দিলীপ ঘোষ ঘোষণা করে দিলেন, খেলা শেষ। বিজেপির রাজ্য সভাপতি বৃহস্পতিবার রাতে টুইট করেন, ‘খেলা শেষ।’ ফুটবল মাঠের স্কোরবোর্ডের মতো পোস্টার দিয়ে ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিটের উল্লেখ করা হয়েছে। তার নিচে লেখা—‘বিজেপি উইন, টিএমসি লস্ট। খেলা শেষ।’
এখন গোটা দেশ তথা রাজ্য ক’রো’নার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল। এই পরিস্থিতিতে নির্বাচনী জনসভা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরই দিলীপ ঘোষের খেলা শেষ লেখা টুইট। প্রশ্ন উঠছে, তাহলে কী প্রচার করতে না পারা জন্যই এই টুইট? নাকি এটাও মাইন্ড গেম? বিজেপির নেতা–মন্ত্রীরা অবশ্য বাংলায় আসল পরিবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাই এভাবে টুইট করেছেন তিনি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দিলীপ ঘোষের এমন টুইটের পর তাঁকে কটাক্ষও হজম করতে হয়েছে। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে শুভবুদ্ধি সম্পন্ন অনেকেই আবার প্রশ্নও ছুঁড়লেন, দু’দফা নির্বাচন বাকি থাকতে কী করে তিনি এত বড় দাবি করলেন? ইনজুরি টাইমের খেলা এখনও বাকি। খেলা শেষের বাঁশি তো এখানে বাজানোর কথা বাংলার জনগণের। তাই না? যদিও এইসব প্রশ্নের উত্তর দেননি দিলীপ ঘোষ। তবে খেলা শেষের ফল জানা যাবে ২ মে।