Thursday , June 8 2023

কঠিন পরিস্থিতিতে স্মরণ করুন বাবা লোকনাথকে, সংসারের কষ্ট দূর হবে খুব তাড়াতাড়ি

কথাতেই আছে, রণে বনে জলে জঙ্গলেযখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমায় রক্ষা করিব।এই উক্তিটি মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে একটি মুখ, সেই মুখটি আর কারোর নয় বাবা লোকনাথের।জীবনের প্রতি পদে রক্ষা করেন লোকনাথ ব্রহ্মচারী। বাংলার ঘরে ঘরে অগণিত ভক্তরা বাবাকে মেনে চলেছে সময়ের সঙ্গে সঙ্গে।স্বয়ং ভগবান শিবের অংশ হিসেবে মনে করা হয় বাবা লোকনাথ কে।

বাবা লোকনাথ সবসময় সঠিক পথে সততার সংগে জীবন যাপন করার পরামর্শ দিয়েছেন।বাবা খুবই মঙ্গলময় রূপ। বাবার কৃপায় জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। মনকে মিষ্টি করার কথা সবসময় বলতেন বাবা লোকনাথ।তার গৃহস্থের মঙ্গল হয়।বাড়ি তে সমৃদ্ধি ফিরে আসে বাবার কৃপায়।মহাদেবের মত খুবই অল্পতে সন্তুষ্ট বাবা লোকনাথ। সব সময় জীবনের পাশে থাকেন তিনি সবসময় নির্লোভ চরিত্র গঠনে অনুপ্রেরণা দিয়েছে সবাইকে।

বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসে শুভ তিথিতে চাকলা জেলায় বাবা লোকনাথের পূজা সম্পন্ন হয়। এই তিথিতে দেশ-বিদেশ থেকে বহু ভক্তের সমাগম হয় সেখানে। যদিও বর্তমান পরিস্থিতির জন্য এই বছর পুজোর কাজ মন্দিরের পুরোহিত দের নিয়ে সম্পন্ন করা হয়েছে।

About Admin

Check Also

বাড়িতে কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ || বাড়িতে গণেশ মূর্তি রাখা আসল রহস্য জেনে নিন

প্রতিটি মানুষের কাছে তার বাড়ি হয় তার কাছে সবচেয়ে প্রিয় যায়গা । প্রত্যেকেই তার বাড়িকে …