হনুমানজির ভক্তের সংখ্যা অগণিত৷ কিন্তু তাঁর জন্মস্থান সম্পর্কে অনেকেই জানেন না৷ তাঁর জন্মস্থান এই ভারতেই৷ মাতার নাম অঞ্জনা হওয়ায়, তিনি আঞ্জনেয় নামেও পরিচিত৷ বাবার নাম কেশরী, তাই তাঁকে কেশরীনন্দনও বলা হয়৷ এই কেশরী-কে কপিরাজ বলা হত, কারণ তিনি কপিক্ষেত্রের রাজা ছিলেন৷ জানেন কি এই কপিক্ষেত্রেটি ভারতের কোথায়?
হনুমানজির জন্মতিথি নিয়ে রয়েছে মতভেদ৷ তবে তাঁর জন্মস্থানের বিষয়ে কিছু জন মনে করেন নবসারী(গুজরাত)তে অবস্থিত ডাঙ্গ জেলা পূর্বে দণ্ডকারণ্য রূপে পরিচিত ছিল৷ এখানে রামচন্দ্র তাঁর জীবনের ১০বছর কাটিয়েছিলেন৷ এই ডাঙ্গ জেলা আদিবাসীদের এলাকা৷ বর্তমানে এখানে ইসাই মিশনারীরা সক্রিয়৷ যদিও এই আদিবাসীদের আরাধ্য দেবতা রামচন্দ্র৷ এঁদের বিশ্বাস রামচন্দ্র পঞ্চবটীর দিকে যাওয়ার সময় ডাঙ্গ প্রদেশের মধ্যে দিয়ে গিয়েছিলেন৷
এই ডাঙ্গ জেলাতেই অবস্থিত শবরীধাম৷ এখান থেকে প্রায় ৭কিলোমিটার দূরে পূর্ণা নদীতে রয়েছে পম্পা সরোবর৷ এখানেই মাতঙ্গ ঋষির আশ্রম ছিল৷ ডাঙ্গ জেলার আদিবাসীরা মনে করে এখানে অঞ্জনা পর্বতে স্থিত অঞ্জনী গুহাতেই হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন৷