‘দিদি ও দিদিইই’ সম্বোধনে বাংলায় প্রতিটি প্রচারে মমতাকে আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী । বাংলায় তৃণমূলের বিরাট জয়ের পর সেই ‘দিদি’কে অভিনন্দন জানিয়েছেন তিনি। কোভিড পরিস্থিতিতে বাংলার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
প্রধানমন্ত্রী টুইট করেছেন,”দলকে আর্শীবাদ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের ধন্যবাদ জানাচ্ছি। আগে বিজেপির তেমন শক্তি ছিল না। তা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। মানুষের সেবা করে চলবে বিজেপি। সকল কর্মীদের সাধুবাদ জানাচ্ছি।”
I would like to thank my sisters and brothers of West Bengal who have blessed our party. From a negligible presence earlier, BJP’s presence has significantly increased. BJP will keep serving the people. I applaud each and every Karyakarta for their spirited effort in the polls.
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
তৃণমূল নেত্রীর উদ্দেশে মোদীর বার্তা,”পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের জন্য মমতা দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলার মানুষের স্বপ্নপূরণ ও কোভিড মোকাবিলায় সবরকম সহযোগিতা করবে কেন্দ্র।”
Congratulations to Mamata Didi for @AITCofficial’s win in West Bengal. The Centre will continue to extend all possible support to the West Bengal Government to fulfil people’s aspirations and also to overcome the COVID-19 pandemic. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
বাংলায় দুশোর বেশি আসন নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছে তৃণমূল কংগ্রেস । রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, ৩৮ আসনে জিতেছে ও ১৭৪ এগিয়ে শাসক দল। বিজেপি জিতেছে ৮টি। এগিয়ে ৭০ আসনে।