Friday , June 9 2023

ভারতের এই মন্দিরে দেবী ছিন্নমস্তার মূর্তি থেকে অনর্গল বেরোয় রক্ত!

ঝাড়খন্ডের রাজরাপ্পাতে এই ছিন্নমস্তার মন্দিরটি অবস্থিত৷ দামোদর এবং ভৈরবী নদী পার করেই এই মন্দিরটিতে আসতে হয়৷ পদ্মের উপরে কামদেব এবং রতির উপরে ছিন্নমস্তার মূর্তিটি রয়েছে৷ কথিত আছে, এই মন্দিরের মূর্তি থেকে অনবরত রক্ত বেরোতে থাকে৷

এই কারণেই এই মূর্তিটি বিশ্বজুড়ে বিখ্যাত৷ অসমের পরই এই মন্দিরের ছিন্নমস্তার মূর্তিটি সবথেকে বড়৷ এই মন্দিরের মূর্তিটি থেকেই অনবরত রক্ত পড়তে থাকে৷ ছিন্নমস্তার মূর্তির পাশে থাকা দুই ডাকিনী যোগীনী ছিন্নমস্তার গলা থেকে বেরিয়ে আসা সেই রক্তপান করে৷ এই মন্দিরটি দেখতে দূর দূরান্ত এমনকি বিদেশ থেকেও বহু লোক আসেন৷ এই মন্দিরের ভিতরে ঢুকলেই এক অজানা ভয় আপনাকে গ্রাস করবে৷

এই এলাকায় এই সিধি পীঠ ছাড়াও রয়েছে আরও বিখ্যাত বেশ কিছু মন্দির৷ এগুলির মধ্যে রয়েছে মহাকালী মন্দির, সূর্য মন্দির, দশমহাবিদ্যা মন্দির, বাবাধাম মন্দির৷ ছিন্নমস্তার মন্দিরের পাশেই রয়েছে দুটি উষ্ণ জলাধার৷ কথিত আছে, এই নদীর জল খুবই শুদ্ধ৷ এমনকি এই নদীর জল অনেকরকমের রোগ বিরোগ দূর করতেও সহায়তা করে৷ এছাড়াও পুরাণ মতে, এই মন্দিরটি রক্ষা করে রুদ্র মহাদেব৷ যা শিবেরই একটি রূপ।

About Admin

Check Also

বাড়িতে কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ || বাড়িতে গণেশ মূর্তি রাখা আসল রহস্য জেনে নিন

প্রতিটি মানুষের কাছে তার বাড়ি হয় তার কাছে সবচেয়ে প্রিয় যায়গা । প্রত্যেকেই তার বাড়িকে …