নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে তিন কিলোমিটার উত্তর-পশ্চিমে দেবপাটন গ্রামে বাগমতী নদীর কাছে অবস্থিত পশুপতিনাথ মন্দির৷ এই মন্দিরে ভগবান শিবের পশুপতি স্বরূপ উঠে এসেছে৷ নেপালে শিবের সবথেকে পবিত্র স্থান হিসেবে মনে করে হয় এই মন্দিরকে৷ হিন্দুধর্মের আটটি সবথেকে পবিত্রভূমির মধ্যে এটি একটি৷
স্থানীয় প্রচলিত কথা অনুসারে, ভগবান শিব একবার বারাণসীর অন্য দেবতাদের ছেড়ে বাগমতী নদী তীরে মৃগস্থলীতে চলে যান, যা বাগমতীর অন্য তীরের জঙ্গলের মধ্যে৷ সেখানে হরিণের বেশ ধারণ করে ঘুমোতে চলে যান তিনি৷ যখন দেবতারা তাঁকে ফইরিয়ে আনার চেষ্টা করেন তখন তিনি নদীর অপর প্রান্তে লাফ দিয়ে চলে যান৷ শোনা যায়, এই সময় তাঁর শিং ভেঙ্গে চার টুকরো হয়ে যায়৷ এরপরেই তিনি চতুর্মুখ লিঙ্গের রূপে দেখা দেন৷
পশুপতিনাথ লিঙ্গ বিগ্রহতে চারদিকে চার মুখ এবং উপরিভাবে পঞ্চম মুখ রয়েছে৷ প্রত্যেক মুখের ডানদিকের হাতে রুদ্রাক্ষের মালা এবং বাঁ হাতে কমণ্ডল রয়েছে৷ প্রতিটি মুখের পৃথক পৃথক গুণ৷ প্রথমটি অঘোর মুখ, যা দক্ষিণ দিকে রয়েছে৷ পূর্বের মুখকে তৎপুরু, বলা হয়৷ উত্তর মুখের নাম অর্ধনারীশ্বর৷ পশ্চিম মুখ হল সদ্যোজাত৷ এবং উপরিভাগের মুখকে ইশান বলা হয়৷ এটি নিরাকার, যা পশুপতিনাথের শ্রেষ্ঠতম মুখ বলে মনে করা হয়।