Friday , September 29 2023

শপথ নিয়েই প্রথম যে প্রতিশ্রুতি দিলেন মমতা

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল।

এদিকে, শপথ নিয়েই মমতা জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। শপথ নেওয়ার পরে নবান্নে গিয়েই ক’রো’না পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি।

মমতা বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার হল ক’রো’না ভাইরাস পরিস্থিতির মোকাবিলা করা। আমি নবান্নে আলোচনা করব।”

এ সময় নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তিনি বলেন, “সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন যে শান্তি বজায় রাখুন। আমি অশান্তি (সহিংসতা) পছন্দ করি না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কড়া ব্যবস্থা নিতে পিছপা হব না। আমি অশান্তি পছন্দ করি না।”

About Admin

Check Also

মমতার শপথ কাল : পরিশ্রম সার্থক হওয়ায় খুশি দেব-নুসরাত-মিমি

আগামীকাল বুধবার তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। …