Thursday , June 8 2023

স্ত্রীকে সাইকেলে নিয়েই শেষকৃত্যের পথে বৃদ্ধ , করুণ ছবি যোগী রাজ্যে

স্ত্রীকে সাইকেলে নিয়েই শেষকৃত্যের পথে বৃদ্ধ , করুণ ছবি যোগী রাজ্যে উত্তর প্রদেশে । করোনার ভয়ে গ্রামবাসীরা এলাকায় তাঁর শেষকৃত্য করতে দেয়নি। বাধ্য হয়ে সাইকেলে করে স্ত্রীর নিষ্প্রাণ দেহ কয়েক কিলোমিটার দূরে বয়ে নিয়ে যান সেই বৃদ্ধ স্বামী।

জানা গিয়েছে , জৌনপুরের অম্বরপুর নামে এক এলাকার বাসিন্দা বৃদ্ধ তিলকধারী সিংয়ের স্ত্রী রাজ কুমারী (৫০) । বেশ কিছু দিন ধরে তিনি রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উমানাথ সিং জেলা হাসপাতালে ভরতি করা হয়। সোমবার সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর অ্যাম্বুল্যান্সে করে তাঁর দেহ গ্রামে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু ক’রো’না আক্রান্ত হওয়ায় গ্রামবাসীদের কেউ ঐ মহিলার শেষকৃত্যে সাহায্য করতে এগিয়ে আসেনি। যদিও ঐ বৃদ্ধা ক’রো’না আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। গ্রামবাসীরা বাধা দেওয়ায় বাধ্য হয়ে স্ত্রীর দেহ সাইকেলে চাপিয়ে দূরে এক জায়গায় নিয়ে যেতে হয় তিলকধারীকে।

সেই সময় কেউ একজন ‘শেষযাত্রা’র সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ক্লান্ত হয়ে তিলকধারী রাস্তার ধারে বসে রয়েছেন। আর সাইকেল সহ স্ত্রীর দেহ পড়ে রয়েছে রাস্তায়। পুলিশ পরে জানতে পেরে রামঘাট নামে দূরের একটি জায়গায় শেষকৃত্যের ব্যবস্থা করে।

About Admin

Check Also

বাড়িতে কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ || বাড়িতে গণেশ মূর্তি রাখা আসল রহস্য জেনে নিন

প্রতিটি মানুষের কাছে তার বাড়ি হয় তার কাছে সবচেয়ে প্রিয় যায়গা । প্রত্যেকেই তার বাড়িকে …