Thursday , June 8 2023

চীন ‘ক’রো’না’র বায়ো-অ’স্ত্র’ বানিয়েছে ৫ বছর ধরে, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি?

ক’রো’নাভাইরাস (Coronavirus) আসলেই চীনের উহান থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছে কিনা, সেই বিষয়ে বিশেষজ্ঞরা কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কিন্তু ইতিমধ্যে অন্য আরেকটি তথ্য ফাঁস হতেই বিশ্ব হতবাক। চীনা বিজ্ঞানী ও স্বাস্থ্য আধিকারিকদের দ্বারা লিখিত একটি দলিল ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল, তাতে বলা হয়েছে যে ২০১৫ সাল থেকে চীনা বিজ্ঞানীরা জেনেটিক অ’স্ত্র (Genetic Weapon) হিসাবে ক’রো’না’র ভাইরাস ব্যবহারের বিষয়ে আলোচনা করছিলেন।

এই ডকুমেন্টটি চীনের (China) একটি গবেষণাগারে ক’রো’নভাভাইরাস তৈরি হওয়ার যে অভিযোগ রয়েছে তার মধ্যে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আমেরিকান তদন্তকারীদের হাতে দেওয়া নথির ভিত্তিতে দাবি করা হচ্ছে যে চীনা বিজ্ঞানীরা গত ৫ বছর ধরে ক’রো’না ভাইরাসের মতো জৈবিক এবং জেনেটিক অ’স্ত্র নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। অবাক করা এই নথিতে (Secret Covid Document) বলা হয়েছে যে যুদ্ধে ‘এগুলিই হবে বিজয়ের মূল অ’স্ত্র’।

চীন ২০১৫ সাল থেকে সারস (SARS) করোনার ভাইরাসকে সামরিক ক্ষমতা হিসাবে ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। উইকেন্ড অস্ট্রেলিয়ানের (Weekend Australian) প্রতিবেদনে এটি দাবি করা হয়েছে। জেনেটিক বায়োওপনস-এর প্রতিবেদনে ‘আনন্যাচারাল অরিজিন অফ এসএআরএস এবং নিউ স্পেসিজ অফ ম্যানমেড ওয়্যারস’ শিরোনামে বলা হয়েছে যে জৈবিক অ’স্ত্রের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের ল’ড়াই হবে। নথিতে প্রকাশিত হয়েছে যে চীনা সামরিক বিজ্ঞানীরা সারস ক’রো’না’র ভাইরাস (সারস সিওভি) কে অ’স্ত্র হিসাবে ব্যবহারের বিষয়ে আলোচনা করছিলেন।

About Admin

Check Also

স্ত্রীকে সাইকেলে নিয়েই শেষকৃত্যের পথে বৃদ্ধ , করুণ ছবি যোগী রাজ্যে

স্ত্রীকে সাইকেলে নিয়েই শেষকৃত্যের পথে বৃদ্ধ , করুণ ছবি যোগী রাজ্যে উত্তর প্রদেশে । করোনার …